কুমিল্লার চান্দিনায় বাসের ধাকায় যাত্রীবাহী মারুতি খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার যাত্রী। আজ শনিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ গ্রামের মৃত খলিলুর রহমান সুয়ার ছেলে মো. টুটুল (৪৫) ও একই জেলার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা আব্দুর রশিদের মো. মাহফুজ (৩০)।
এ সময় আহত হন নিহত মাহফুজের শ্বশুর বাখরাবাদ গ্রামের সহিদুল ইসলাম (৬৫), নিহত টুটুলের ছোট বোন রোজিনা আক্তার (৩৫)সহ আরো দুজন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের নিকটাত্মীয় বশির আহমেদ জানান, নিহত মাহফুজ ও টুটুল পরস্পর আত্মীয়। শনিবার বিকেলে তাঁরা চান্দিনার বাখরাবাদ স্টেশন এলাকা থেকে মারুতিযোগে ইলিয়টগঞ্জ যাওয়ার পথে মহাসড়কের তীরচর এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মারুতি গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মো. টুটুল নিহত হন। গুরুতর আহতাবস্থায় মো. মাহফুজকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেঘনা এলাকায় মৃত্যু ঘটে।
ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘাতক বাসটি আটক করেছি। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।