আকাশে চলছে বিশেষ এক উল্কা শো। নাম ড্রাকোনিড উল্কাবৃষ্টি। এটা প্রতি বছর অক্টোবরের প্রথম দিকে ঘটে। এটি সাধারণত ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকে, আর ৮ ও ৯ অক্টোবর এর শীর্ষ অবস্থায় থাকে।
ড্রাকোনিড নামটি এসেছে ‘ড্রাকো’ নামের এক বিশেষ তারামণ্ডল থেকে।
ওখান থেকেই এই উল্কাগুলি উদ্ভূত হয় বলে মনে করা হয়। এই উল্কাবৃষ্টির সময়ে, প্রতি ঘণ্টায় প্রায় ১০টি উল্কা দেখা যেতে পারে। তবে বছরভেদে পরিস্থিতি ভিন্ন হতে পারে, এবং কখনও কখনও অনেক বেশি উল্কাও দৃশ্যমান হতে পারে।
ড্রাকোনিড উল্কাবৃষ্টি উৎপন্ন হয় ধুলো ও বর্জ্য থেকে। যা 21P/জিয়াকোবিনি-জিনার নামের একটি রেখে গেছে। এই ধুলো এবং ক্ষুদ্র বস্তুগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ঘর্ষণের ফলে পুড়ে গিয়ে উজ্জ্বল আলোর রেখা তৈরি করে। এগুলো আমরা উল্কার মতো দেখি।
এই উল্কাবৃষ্টি রাতের আকাশে এক দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করে।
ড্রাকোনিড উল্কাবৃষ্টি দেখতে খুব সহজ। এর জন্য কোনও বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই। খোলা আকাশে, আলোক দূষণ কম এমন জায়গা থেকে ড্রাকোনিড উল্কাবৃষ্টি দেখা যায়।