চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজারসহ আশপাশ এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে মৃদু ভূকম্পনের সৃষ্টি হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মূল কেন্দ্র ঢাকার আগারগাঁও থেকে ৪১২ কিলোমিটার দূরত্বে চট্টগ্রামে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় মানুষ বহুতল ভবন থেকে রাস্তায় নেমে আসেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।