চট্টগ্রামে প্রবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম প্রবাসী ক্লাব।মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে কেককাটার মাধ্যমে নতুন সংগঠনটি যাত্রা শুরু করলো। অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্টাতা ও সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন, দেশের সবচাইতে বেশি প্রবাসীর বসবাস চট্টগ্রামে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতির চাকা সচল হয়। সেই প্রবাসীদের কল্যাণে কাজ করবে চট্টগ্রাম প্রবাসী ক্লাব। প্রবাসীরা যেখানে হয়রানির শিকার হবে সেখানে তাদের পাশে থাকবে প্রবাসী ক্লাব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডাক্তার শাহাদাত হেোসন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, এডভোকেট এস এম সিরাজদুল্লাহসহ অন্যরা।