চট্টগ্রামের আনোয়ারা থেকে ১ লাখ ৪৬ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী হলো-টেকনাফের মাহমুদুল হক, মো. ইব্রাহিম ও জাহেদ হোসাইন ।
বৃহস্পতিবার দুপুরে হালিশহর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবার চালান উদ্ধার এবং দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিন মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিল। চট্টগ্রামে এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতো বলে পুলিশকে জানিয়েছে। তারা কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে জানা পুলিশ সুপার।