1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

চট্টগ্রামে শনাক্তের হার প্রায় ১০ শতাংশ

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৬ জুন, ২০২১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১০ শতাংশ।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মারা গেছেন ৬২৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৪৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৪ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৮ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

গতকাল শনিবার করোনায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। ওই দিন শনাক্তের হার ছিল ১০ শতাংশ।

আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার) চট্টগ্রামে করোনায় কেউ মারা যায়নি। এদিন ৯৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৯৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১০ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

 

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব