1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজত নেতা রাঙামাটিতে গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৪ এপ্রিল, ২০২১

ঘোড়ায় চড়ে পিকেটিং করা হেফাজত নেতা হাছান ইমামকে নাশকতার মামলায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম আমতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ মার্চ ঢাকায় হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করে দেশজুড়ে আলোচিত হন এই হাছান।

শুক্রবার মধ্যরাত আড়াইটায় বাঘাইছড়ির আমতলীর কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদরাসা থেকে হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেপ্তার করা হয়। পরে ভোররাতে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন র‍্যাব সদস্যরা।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান গত রাতে হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহর প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে দুই দিন আগে আমার এক ভাই তাঁকে পাঠিয়েছিলেন বেড়াতে। শুক্রবার গভীর রাতে হঠাত্ তাঁকে ধরে নিয়ে যান র‍্যাব সদস্যরা। কেন বা কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা আমি জানি না।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদরাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদরাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব