দিনাজপুরের ঘোড়াঘাটে জেলা জামায়াতের কর্মপরিষদ এর এক সদস্য কে আটক করেছে থানা পুলিশ।আটককৃত আসামি দিনাজপুর বিরামপুরের চকপাড়া (ঈদগাহ আবাসিক এলাকা)’র মোঃ বেলায়েত হোসেনের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৫২)।
পুলিশ সূত্রে জানাযায়, ১১ সেপ্টেম্বর (শনিবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, পৌর সভার ৯ নং ওয়ার্ডের নূরজাহানপূর রাজবাড়ির মৃত ইসাহাক আলির বাড়িতে জামায়াত- শিবিরের বেশ কিছু নেতা- কর্মি সরকার কে নাশকতার মাধ্যমে উৎখাতের জন্য অস্ত্র-সস্ত্র সহ মিলিত হয়ে গোপন শলা পরামর্শ সহ প্রস্তুতি গ্রহণ করছে।তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশের রাত্রি কালিন টিম সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ির মধ্যে থাকা বেশ কিছু লোক দিক বিদিক পালানোর চেষ্টাকালে অফিসার ফোর্সদের সহায়তায় হাফিজুল ইসলাম কে আটক করতে সক্ষম হয়।পরে বিভিন্ন ধরণের আলামত সহ হাফিজুল ইসলাম কে থানায় নিয়ে আসে পুলিশ।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পাবার সাথে সাথে আমি আমার অফিসার ফোর্সে ঘটনাস্থলে পাঠায় এবং হাতেনাতে একজন কে আটক করি এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।পরে ১৩ জন সহ অজ্ঞাত নামা আরও বেশ কয়জন কে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে সার্বভৌমত্বের প্রতি হুমকি সংগঠনের জন্য প্রস্তুতি গ্রহণের অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে।সেই সাথে আলামত হিসাবে জামায়াতে ইসলামী কিছু বই, ডায়রী ফর্ম,মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।আটক আসমি কে (১১ সেপ্টেম্বর) বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ে বলেও তিনি জানান।