1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের - Dainik Deshbani
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

Maharaj Hossain
  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

টাইমড আউট প্রসঙ্গ এলেই বাংলাদেশের দর্শকদের কাছে সবার আগে মনে পড়ে যায় লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের ঘটনা। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এক অদ্ভুদ আপিল করেন ফিল্ড আম্পায়ারের কাছে।

মাঠে প্রবেশসহ ক্রিজে এসে ব্যাট শুরু করতে একজন ব্যাটার নির্ধারিত সময় পান। সেই সময়ের মধ্যে ব্যাটার উপস্থিত না হলে তিনি টাইমড আউট হন। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো পাকিস্তানে। ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেট প্রতিযোগিতা প্রেসিডেন্টস কাপ গ্রেড-১ এর ফাইনালে টাইমড আউট হয়েছেন দেশটির তারকা ক্রিকেটার সৌদ শাকিল।

ঘটনা এখানেই শেষ না। টাইমড আউটের কারণ শুনলে যে কেউ অবাক হবে। এছাড়া হ্যাটট্রিকসহ ৩ বলে ৪ ব্যাটারের আউট হওয়ার বিরল উপলক্ষের সাক্ষী হয়েছে এই ম্যাচ।

রাওয়ালপিন্ডিতে আসরের ফাইনাল ম্যাচে পাকিস্তান টেলিভিশনের বিপক্ষে স্টেট ব্যাংক অব পাকিস্তানের হয়ে ৫ নম্বরে ব্যাট করার কথা ছিল শাকিলের। কিন্তু যখন তার নাম ব্যাটিং অর্ডারে আসে, তখনো তিনি প্রস্তুত ছিলেন না—কারণ, তিনি ঘুমাচ্ছিলেন! পেশাদার ক্রিকেটে এমন ঘটনায় হতভম্ব আম্পায়াররা নিয়ম অনুযায়ী টাইমড আউটের সিদ্ধান্ত দেন।

 

 

পেশাদার ক্রিকেটে টাইমড আউট হওয়া নবম ক্রিকেটার হলেন তিনি। পাকিস্তানি হিসেবে প্রথম এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম।

আরও একটি আশ্চর্যজনক তথ্য হলো, সৌদ শাকিল আউট হওয়ার ঠিক আগে মোহাম্মদ শেহজাদের টানা দুই বলে ফিরে যান পাকিস্তান টেলিভিশনের উমর আমিন ও ফাওয়াদ আলম। শাকিল আউট হওয়ার পরের বলে হ্যাটট্রিক পূর্ণ করেন শেহজাদ। অর্থাৎ, স্টেট ব্যাংক তিন বলে তুলে নেয় ৪ উইকেট।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউটের ঘটনা ঘটেছে দুবার। প্রথমবার ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস এই অদ্ভুদ আউটের শিকার হন। আরেকটি ঘটে সিয়েরা লিওনের বিপক্ষে ঘানার ব্যাটার গডফ্রেড বাকিউইয়েমের বেলায়। সেটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব