গ্রিসের বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিনের শুরুতে গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমদ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে দূতাবাসের সেমিনার কক্ষে রাষ্ট্রদূতের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর এক উন্মুক্ত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়। ভিডিওবার্তায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আলোচনায় যুক্ত ছিলেন দূতাবাসের কাউন্সিলরবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস, গ্রিস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।