1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

গ্রামের বাড়ি যাওয়া হলো না মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

গ্রামের বাড়ি যাওয়া হলো না বগুড়ার শাজাহানপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের (৬০)। ব্যক্তিগত প্রয়োজনে বেলাল হোসেন নামে এক প্রতিবেশীকে সাথে নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত ফজলুর রহমান কাজিপুর উপজেলার চরছালাল গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টের অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন। চাকরির সুবাদে তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ ‘বি’ ব্লক এলাকায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করতেন। মঙ্গলবার বিকালে মরদেহ শাজাহানপুর পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনায় আহত সহযাত্রী বেলাল হোসেন জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাথে বাসযোগে কাজিপুর যাচ্ছিলেন। পথিমধ্যে সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চারজন যাত্রী ও ট্রাকের একজন মারা যান।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ শাজাহানপুরে পৌঁছেছে। রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব