গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে রুপা আকতার (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
ওই শিশু উপজেলার কামারদহ ইউনিয়নের ভাগগোপাল (শেরপুর) গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে এবং চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের একটি পুকুর পাড়ে রাখা গাছের গুঁড়ি হঠাৎ নিচে গড়িয়ে পড়লে তার নিচে চাপা পড়ে রুপা। পরে স্থানীয় লোকজন গাছের গুঁড়ি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন