সারা রাস্তা জুড়ে , এবং গুরুজীর আগে আগে, পুরো রাস্তায় জল ছিটিয়ে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে মহিলারা এগিয়ে চলেন । এবং ছোট থেকে বড় সবাই ফুল ছড়িয়ে গুরুজিকে এগিয়ে নিয়ে চলেন। সাথে সংগীত ও গুরুজীর জয় ধনী করতে থাকেন, বহু স্কুলের ছেলে মেয়েরা এই শভা যাত্রায় অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠান দেখতে যেমন রাস্তার দু’ধারে অগণিত মানুষ অপেক্ষা করতে থাকেন ,তেমনি সারা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে এই গুরুজীর শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে চলতে থাকে।
পথ চলতি মানুষ অপেক্ষা করতে থাকেন গাড়ির জন্য, কারণ এই বর্ণাঢ্য শোভাযাত্রা এতটাই বড়, মানুষকে আধঘন্টা থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয়।, আর একই দিনে দুটি অনুষ্ঠান পড়ায়, সারা রাস্তায় যান জোটের সৃষ্টি হয়েছে।
একদিকে ডি ওয়াই এফ এর সমাবেশ, অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা। সকলকেই অস্বস্তিতে ফেলেছে এবং বাস না পাওয়ায় ,মেট্রোতেও প্রচন্ড ভিড় দেখা যায়। এতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।