গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়ায় কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। আজ সোমবার সকালে প্যানাসিয়া ক্লোদিং কারখানায় এই ঘটনা ঘটার পর বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর পর্যন্ত কাজ না করে বিক্ষোভ করেন।
নিহত মো. শরিফুল ইসলাম (২৫) ময়মনসিংহের সদর থানার পুটিয়ালী এলাকার আব্দুল কাদেরের ছেলে।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত দেব জানান, শরিফুল ওই কারখানার সুইং অপারেটর ছিলেন। গতকাল সকালে কাজে যোগ দিয়ে তাঁর মেশিনে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে পাশের তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরিফুলের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা লাশ কারখানায় নিয়ে আসেন এবং মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে দায়ী করে কাজ বন্ধ করে দেন। পরে ক্ষতিপূরণের জন্য কারখানার ভেতরে বিক্ষোভ করেন তাঁরা।
গাজীপুর নগরের বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, পুলিশের মধ্যস্থতায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে শ্রম আইন অনুযায়ী সব পাওনা ঈদের আগেই নিহতের পরিবারকে দেওয়ার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর দুপুর আড়াইটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা শান্ত হন।