হবিগঞ্জের মাধবপুরে সোনার গহনা বিক্রি করে টাকার না দেওয়ায় ফাইমা বেগম (২৩) নামে এক নারীর হাতের কব্জি কেটে দিয়েছে তার স্বামী।
শুক্রবার সকালে এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এর আগে রাতে মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ফাইমা ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি লাখাই উপজেলার গুণিপুর গ্রামে।
ফাইমার বড় ভাই আজিজুর রহমান জানান, দুই বছর আগে শামীম মিয়ার কাছে ফাইমাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শামিম তার স্ত্রীকে টাকার চাপ দিত। একাধিকবার তারা টাকা দিয়েছেন। এরপরও ফাইমাকে শারীরিকভাবে নির্যাতন করত শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে।
তিনি জানান, সম্প্রতি ঘরে রাখা সোনার গহনা বিক্রি করে টাকার জন্য চাপ দেয় শামীম। কিন্তু ফাইমা টাকা না দেওয়ায় শামীম তাকে মারপিট করে। এক পর্যায়ে শামীম ঘরে থাকা দা দিয়ে ফাইমার হাতে কোপ দিয়ে কব্জি কেটে ফেলে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান এ বিষয়ে এখন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।