1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

গরুসহ ২ চোর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

পাবনার ঈশ্বরদী থেকে চুরি হওয়া গরুসহ সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাঁদাপুর গ্রামের মসলেম প্রামাণিকের ছেলে মোক্তার আলী প্রামাণিক (২৭) ও রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মকিদুল ইসলাম (৩৭)।

সোমবার রাত ৯টায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি পাকশীর রূপপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেওয়ার এক ঘণ্টা পর চুরি হওয়া গরুসহ দুই চোরকে গ্রেফতার করে পুলিশ।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম আতিক বলেন, হতদরিদ্র জাহিদের বাড়ি থেকে সোমবার রাতে দুটি গরু চুরি হয়। অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। লক্ষ্মীকুন্ডা থেকে প্রথমে মোক্তারকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পাকশীর রূপপুরের সরদারপাড়ার একটি বাড়ি থেকে চুরি হওয়া গরুসহ এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় অপরজন পালিয়ে যায়। তাকেও আটকের চেষ্টা চলছে।

চুরি হওয়া গরু দুটি উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে সংঘবদ্ধ চোরের দল আছে। তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসে চুরি করে এবং অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করে। মামলার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মালিককে গরু দুটি বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব