রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ‘তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিজ কন্টেমপরারি বাংলাদেশ’ বইয়ের ওপর আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপিও সংস্কার চায় তবে অন্তবর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান তার পরিবারের পতাকা বহন করে চলছেন। তার ওপর নিদারুন মানসিক ও শারিরীক নির্যাতন হয়েছে তারপরও তিনি থেমে থাকেন নি, দায়িত্ব নিয়েছেন দলের।
বইয়ের ওপর আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, আগের সরকার জিয়াউর রহমানকে বিকৃতভাবে উপস্থান করেছে যদিও তাতে কাজ হয়নি। তারেক রহমানের মাঝে যে অসাধারন সাংগঠনিক ক্ষমতা আছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানই তার প্রমাণ বলে বক্তব্যে উল্লেখ করেন আলোচকরা।