আক্রান্ত বিএনপি চেয়ারপারসনর বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন। শারীরিক অবস্থা ভালো আছে। গত চারদিনে তার জ্বর আসেনি। দুর্বলতা ছাড়া অন্য কোনো সমস্যা নেই। বুধবার রাতে বেগম জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।
রাত দশটায় খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন গুলশানে তার বাসায় যান।
বিএনপি চেয়ারপারসনের সার্বিক সব খোঁজখবর নেয়ার পর বেরিয়ে এসে ডা. জাহিদ সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তার শারীরিক দুর্বলতা আছে। তবে তার দিন দিন উন্নতি হচ্ছে।
ডা. জাহিদ হোসেন বলেন, আজ করোনা আক্রান্তের ১৪ দিন শেষ হয়েছে। সেচুরেশন ৯৯/৯৯ আছে। চেষ্ট ক্লিয়ার, কাশি নেই। গত তিনদিন ধরে তার শরীরে জ্বর নেই। আগামী সপ্তাহে করোনা পরীক্ষা করা হবে। রেজাল্ট পাওয়ার পর বোর্ড সদস্যরা পর্যালোচনা করবে। চিকিৎসক হিসেবে বলতে পারি উনার অবস্থা উন্নতি।
এরআগে মঙ্গলবার রাতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে ডাক্তার জাহিদ জানিয়েছিলেন বৃহস্পতিবার সকাল নাগাদ খালেদা জিয়ার করোনা আক্রান্তের দুই সপ্তাহ পূর্ণ হবে। তাকে অন্তত আরো এক সপ্তাহ চিকিৎসকদের ক্লোজ মনিটরিংয়ে থাকতে হবে।
খালেদা জিয়া ছাড়াও বাসায় যারা করোনা আক্রান্ত ছিলেন তাদের একইভাবে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এজেডএম জাহিদ। তিনি বলেন, বাসার অন্য যারা করোনা পজিটিভ আছে সবাই সুস্থ আছেন।
এসময় তিনি বলেন, খালেদা জিয়া সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।