কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার ২০১৯-২০২০ সালের নির্বাচনে সভাপতি পদে আবুল কালাম আজাদ (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে তুহিন হাওলাদার (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালত ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।
সভাপতি পদে ইত্তেফাকের আবুল কালাম আজাদ পেয়েছে ৩৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ডেসটিনি পত্রিকার মশিহুর রহমান পেয়েছেন ১৮ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের তুহিন হাওলাদার পেয়েছেন ৩৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার পেয়েছেন ১৯ ভোট।
এছাড়া সিনিয়র সাধারণ সম্পাদক পদে দৈনিক এই বাংলার লুৎফর রহমান পেয়েছেন ৩২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক সরেজমিন বার্তার মোস্তফা কামাল পেয়েছেন ২২ ভোট।
এছাড়া বিপক্ষে কোনো প্রার্থী না থাকায় বিনাভোটে ১১ প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন সিনিয়র সহ-সভাপতি অলটাইম নিউজ বিডির জাকারিয়া হায়দার ও সহ সভাপতি ইত্তেফাকের রুবেল হাওলাদার।
এছাড়া সহ সাধারণ সম্পাদক শুভ্র সিনহা রায় (এনটিভি অনলাইন), কোষাধ্যক্ষ ফরিদা ইয়াসমিন জেসি (জনকণ্ঠ), দপ্তর ও প্রচার সম্পাদক মিজানুর রহমান (আমাদের অর্থনীতি) এবং সদস্য এম এ জলিল উজ্জ্বল (কালের কণ্ঠ), আব্দুল্লাহ আল মনসুর (দৈনিক আমার ভাষা), মাহবুব হাসান রানা, শাহ আলম সোহাগ ও মুহাম্মাদ ওয়াহিদুন নবী বিপ্লব (মুক্ত খবর)।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এবার ৫৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নতুন কার্যকরী কমিটির সদস্যরা পরে উপদেষ্টা কমিটি নির্বাচন করেন। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন শাহজাহান খান, সৈয়দ আহমেদ গাজী, মুনজুর আলম, এমদাদুল হক লাল ও আশরাফ-উল-আলম।