1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবর
আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজদের নিয়ে বার্তা দিলো চেন্নাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান

কোভিড পজিটিভ দ. আফ্রিকার দুই ক্রিকেটার, ম্যাচের মাঝে খেলোয়াড় বদল

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২

আগের দিনও ছিলেন তারা মাঠে। ব্যাট করছেন, ফিল্ডিংও করেছেন। তবে চতুর্থ দিন সকাল থেকেই অসুস্থ অনুভব করতে থাকেন সেরেল এইউইয়া ও ভিয়ান মুল্ডার। পরে রেপিড এন্টিজেন পরীক্ষা করে দেখা যায় তারা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তারা। আইসিসির প্রোটোকল অনুযায়ী তাদের বদলে দুজন ক্রিকেটারকে ম্যাচের মধ্যেই একাদশে নিয়েছে প্রোটিয়ারা।

একাদশে এসেছেন খায়া জন্ডু ও গ্লেন্টন স্টুর্নাম। খায়া জন্ডুর এটি প্রথম টেস্ট। কিন্তু ম্যাচের পরিস্থিতি বলছে কেবল ফিল্ডিং করা ছাড়া তার বিশেষ কাজ থাকবে না। তবে তারা ঢুকে গেছেন একটি ইতিহাসে। তারাই ক্রিকেটের প্রথম কোভিড বদলি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে তৈরি করা সিরিজের আগের প্রোটোকল অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএসএ’র প্রধান মেডিকেল অফিসার ডা. শুয়াইব মাঞ্জরা বলেন, ‘কিছুটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। কিন্তু প্রটোকল থাকায় আমরা একটা সমাধান বের করতে পেরেছি। আক্রান্ত দুই ক্রিকেটারকে টিম হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের অবস্থা দেখভাল করা হচ্ছে।’

করোনাভাইরাস মহামারির পর খেলা চালু হলে কিছু নিয়ম তৈরি করে আইসিসি। এই সময়ে খেলার মাঝে কোন ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হলে খেলার মাঝে খেলোয়াড় বদলের ব্যবস্থা রাখা হয়। এই টেস্টে বাংলাদেশ দলেও হানা দেয় কোভিড। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আছেন আইসোলেশনে।

পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশের অবস্থা বেহাল। ৪১৩ রান তাড়ায় নেমে আগের দিনই ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দল। চতুর্থ দিন নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুল হকের দলের স্কোর ৬ উইকেটে ৪৯।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব