1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

কে হচ্ছেন পবিপ্রবির নতুন উপাচার্য

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী)
  • মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

গত ৪ জানুয়ারী থেকে শূন্য রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র উপাচার্য পদ। রুটিন দায়িত্ব নিয়ে কাজ করছেন বর্তমান রেজিষ্ট্রার অধ্যাপক ড. স্বাদেশ চন্দ্র সামান্ত। দীর্ঘদিন উপাচার্য না থাকার কারনে একাডেমিক ও প্রসাশনিকের একনেকে পাসকৃত ৪’শ ৫১ কোটি টাকা বরাদ্ধ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কে হচ্ছেন পবিপ্রবি’র নতুন উপচার্য? এটি এখন সমগ্র ক্যাম্পাস জুরে আলোচনার কেন্দ্রবৃন্দ। সাবেক উপচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর শিক্ষা মন্ত্রনলায় পবিপ্রবি জ্যেষ্ঠ ১০জন অধ্যাপকদের নাম চেয়ে পত্র দেওয়া হয়, সে আলোকে অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান. অধ্যাপক রবিউল হক ফিটু, সাবেক উপ-উপচার্য মোহাম্মদ আলী, অধ্যাপক আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক জেহাদ পারভেজ, অধ্যাপক ড. মো. ফজলুল হক ও রুটিন দায়িত্ব প্রাপ্ত উপচার্য অধ্যাপক ড. স্বাদেশ চন্দ্র সামন্তসহ অরও দুই একজনের নাম উপচার্য পদের জন্য তালিকা ভুক্ত করে শিক্ষা মন্ত্রলায়কে অবহিত করা হয়। পবিপ্রবির জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকেই উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
শিক্ষা মন্ত্রনালয় প্রাপ্ত সূত্র থেকে জানাযায়, উপাচার্য পদের জন্য যে কয়জন জ্যেষ্ঠ অধ্যাপকের তালিকা পেয়েছেন বিভিন্ন তথ্য গোয়েন্দা সূত্রের মাধ্যমে তদন্ত করে ৩ জন জ্যেষ্ঠ অধ্যাপকের নাম ভিসি প্যানেল নিয়োগের জন্য অন্তভুক্ত করেছেন। এই তিন জনের মধ্য থেকে যে কোন একজন পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেতে পারেন। তারা হলেন বর্তমান উপাচার্য (রুটিন দায়িত্ব) কৃষি অনুষদের ডীন ও রেজিষ্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সমান্ত, কৃষি অনুষদের কৃষিতত্ত¡ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান, সাবেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হক।
এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মধ্য থেকে যে কেউ পবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পেতে পারেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব