কুয়েতে বাংলাদেশি জাতীয় পত্রিকা ও জাতীয় টিভি চ্যানেলের কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের নিয়ে দেশের জন্য ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় সকলের সম্মতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রেসক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার কুয়েতের সোলাইবিয়া এলাকার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীরা মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেন।
সভায় সবার সম্মতিক্রমে দেশটিতে আগের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সব ধরনের সংবাদভিত্তিক সংগঠন- বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম, বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি, সাংবাদিক ফোরামসহ সব সংবাদভিত্তিক সংগঠন বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সবাই আগের সব সংবাদভিত্তিক সংগঠনের পদ-পদবি ও কার্যক্রম হতে অব্যাহতি নেন সংবাদকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুয়েত প্রতিনিধি মঈন সুমন, বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, আর টিভির প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, সময় টিভির প্রতিনিধি শরীফ মিজান, মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভির ও জাগো নিউজের প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি নিউজের প্রতিনিধি মোহাম্মদ হেবজুসহ বাংলাদেশের জাতীয় পত্রিকার ও চ্যানেলের প্রতিনিধিরা।
বিলুপ্ত বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মঈন উদ্দিন সুমন বলেন, আমি দেখেছি, এখানে আমরা যারা দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা বা চ্যানেলে কাজ করি, তারা দুইজন-তিনজন মিলে আলাদা আলাদা ব্যাঙেরছাতার মতো সংবাদভিত্তিক সংগঠন গড়ে উঠেছে। দ্বন্দ্ব ও কোন্দল ভুলে সবাই একত্রিত হয়ে দেশের ও প্রবাসীদের কল্যাণে আমাদের একটি প্ল্যাটফর্মে কাজের জন্য প্রেসক্লাব গঠন খুব জরুরি। সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
বিলুপ্ত ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সাবেক সভাপতি আ হ জুবেদ বলেন, মূলত অনেক দিন ধরে কুয়েতে সাংবাদিকদের সক্রিয় ‘বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ কুয়েতের একটি মাত্র সংগঠনে সংশ্লিষ্ট সংবাদকর্মীরা কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে তুলে ধরছিলেন।
দীর্ঘ পরিকল্পনা সাপেক্ষে ও সকল প্রবাসী সংবাদকর্মীর পরামর্শ অনুযায়ী দেশের জাতীয় প্রিন্ট, অনলাইন ও টিভিতে কর্মরত প্রবাসী সাংবাদিকদের প্লাটফর্ম আরও বৃহৎ পরিসরে গঠনের লক্ষ্যে প্রেসক্লাব প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মনে করছি। কুয়েতের করোনা পরিস্থিতি যখনই আশানুরূপ স্বাভাবিক হবে, তখনই আমরা প্রেসক্লাব গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করতে পারব বলে আশা প্রকাশ করছি।