মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় রফিক উল্লা (৬৫) নামে রেলওয়ের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া রেলওয়ে জংশনের আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক উল্লা বড়লেখা উপজেলার পানিধার গ্রামের বাসিন্দা।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেন কুলাউড়া রেলওয়ে জংশনের আউটার সিগনাল এলাকায় অতিক্রমকালে বৃদ্ধ রফিক উল্লা হঠাৎ অচেতন হয়ে পড়ে যান।
এসময় ট্রেনের ধাক্কায় তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সন্ধ্যা ৭টায় রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিচয় শনাক্ত করে।
কুলাউড়া রেলওয়ে থানার এসআই মো. দিলদার হোসেন জানান, নিহত বৃদ্ধ কুলাউড়া রেলওেয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।