1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
কুয়েটে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া - Dainik Deshbani
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
‘চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না’- বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’ বিষয়ে যাত্রীরা নদীর পাড়ে বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া সাতক্ষীরায় শিশু সন্তানকে পুড়িয়ে হত্যার পর নিজের বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যা কুয়েটের হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ সম্পৃক্ত হয়েছিল: শিবির সভাপতি ‘ফেসবুক কমেন্টের জেরে শিবির কর্মীরা আমাকে মারধর করেছে’ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান চার জিম্মির মরদেহ ফেরত পেলো ইসরায়েল ‘পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে, আরও হবে’ এবার ২২ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী : প্রধান উপদেষ্টা

কুয়েটে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া

Maharaj Hossain
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটায়, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের বাহিরেও ছড়িয়ে পড়ে।

কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা একটি গ্রুপের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়।

সংঘর্ষে আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে একের পর এক হাসপাতালে নিয়ে যেতে দেখা যাচ্ছে। এ পর্যন্ত চারটি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে গেছে।

দুপুর আনুমানিক দুইটার দিকে কুয়েট পকেটগেটের বাইরে বিএনপি সমর্থিত বহিরাগতরা একজন ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসের ভিতর ফেলে দেয়। এরপর থেকে সাধারণ ছাত্রদের ভিতর চরম উত্তেজনা দেখা দেয়।

বহিরাগতরা কুয়েটের একটি গাড়ি ভাঙচুর করে। এসময় সাধারণ শিক্ষার্থীরা কুয়েট প্রধান ফটকের সামনে কয়েকটি বাড়িতে হামলা চালায়।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব