1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
কুমিরের ঝাঁক কোথা থেকে এলো? - Dainik Deshbani
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

কুমিরের ঝাঁক কোথা থেকে এলো?

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে হঠাৎ করেই দেখা মিলেছে একঝাঁক কুমিরের, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। নদীর বিভিন্ন স্থানে একাধিক কুমির ভেসে থাকতে দেখা গেছে। এমন ঘটনা সচরাচর দেখা না যাওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।

কুমিরের ঝাঁক কোথা থেকে এলো?

স্থানীয় বাসিন্দারা জানান, আগে কখনো এই নদীতে কুমির দেখা যায়নি। হঠাৎ এত সংখ্যক কুমিরের উপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ ধারণা করছেন, জলবায়ু পরিবর্তন কিংবা আশপাশের কোনো জলাভূমি থেকে কুমিরগুলো নদীতে প্রবেশ করতে পারে। তবে বন বিভাগ এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি স্বাভাবিক ঘটনা নাও হতে পারে।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। বন বিভাগের এক কর্মকর্তা জানান, “আমরা কুমিরগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছি এবং নদীতে থাকা মানুষদের সতর্ক থাকতে বলছি।” পাশাপাশি তারা স্থানীয়দের আতঙ্কিত না হয়ে কুমিরের গতিবিধি সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

স্থানীয়দের প্রতিক্রিয়া

নদীর পাড়ের অনেক বাসিন্দাই এখন নদীতে নামতে ভয় পাচ্ছেন। বিশেষ করে জেলেরা এবং মাঝিরা তাদের নৌকা নিয়ে নদীতে যাতায়াত করতে দ্বিধাগ্রস্ত। স্থানীয় এক জেলে বলেন, “আমরা প্রতিদিন এই নদীতে মাছ ধরি, কিন্তু এখন নিরাপত্তার চিন্তায় নদীতে নামতে পারছি না।”

এর আগে এমন ঘটনা ঘটেছে কি?

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এর আগে এই অঞ্চলে কুমিরের বিচরণ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জলবায়ু পরিবর্তন, নদীর প্রবাহ পরিবর্তন এবং খাদ্যের সন্ধানে কুমিরগুলোর স্থান পরিবর্তন এমন ঘটনার কারণ হতে পারে।

কী করণীয়?

বিশেষজ্ঞরা বলছেন, কুমিরগুলো যদি এই নদীতেই স্থায়ীভাবে থেকে যায়, তবে এগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায়, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে বন বিভাগের বিশেষ উদ্যোগ গ্রহণ করা জরুরি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব