টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।
বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে সোমবার। প্রথম দফায় খেলা হবে ঢাকায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে বিপিএলের ম্যাচ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল টিকেটের দাম কত
গ্যালারি
দাম গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) 2000/- গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ) 2000/- ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) 1000/- ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) 800/- ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক) 1000/- ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) 500/- ক্লাব হাউজ নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড 500/- সাউদার্ন গ্যালারি 300/- নর্দার্ন গ্যালারি 300/- ইস্টার্ন গ্যালারি 200/- ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড-জিরো ওয়েস্ট জোন) 600/-
বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে।
অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।
অবশ্য বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন হাজারখানেক দর্শক। টিকিট না পাওয়ায় এবং টিকিট নিয়ে বিসিবি আরও আগে স্পষ্ট করে কিছু না বলায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কেউ কেউ জানান ঢাকার বাইরে থেকে এসেছেন। পরে টিকিট-প্রত্যাশী দর্শক টিকিট নিয়ে বিসিবির ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিলও করেন।
বিসিবি পরিচালক নাজমূল আবেদীনও অব্যবস্থাপনা দায় স্বীকার করেছেন, ‘দায়ভার তো এটা আমাদেরকে নিতেই হবে। যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চায়, তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল। না যাওয়ার দায়টা পুরোপুরি আমাদের। তবে সমাধান মনে হয় ইতিমধ্যে হয়েছে।