কালীগঞ্জের খলাপাড়া এলাকায় অবস্থিত এমিগো বাংলাদেশের লিমিটেডে (এবিএল) চাকুরির ইন্টারভিউ দিতে গিয়ে ওই কোম্পানির পাঁচতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে সুমন দেবনাথ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সুমন দেবনাথ ওই কারখানায় প্রবেশ করে। দুপুরের পর সে চাকুরির জন্য ইন্টারভিউতে অংশ নেয়। ইন্টারভিউ শেষে কাগজপত্র তিন তলায় রেখে বিকেল চারটার দিকে সে ওই কোম্পানির পাঁচতলা থেকে নিচে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা হরিলাল দেবনাথ বলেন, সুমন দেবনাথ পলাশ উপজেলায় থাকা প্রাণ-আরএফএলের গ্রুপের কারখানায় চাকুরি করতো। এর আগে সে এমিগো বাংলাদেশের লিমিটেড (এবিএল) কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল। সে সময় তার চাকুরি হয়নি। পরবর্তীতে গত দুই দিন আগে তাকে আবারো ইন্টারভিউ দেয়ার জন্য এবিএল থেকে ফোন করে ডাকা হয়। তাই ইন্টারভিউ দেয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সে বাড়ি থেকে বের হয়। বিকেলে খবর পাই সুমন ওই কোম্পানির পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইউনুস কবির বলেন, বিকেল পাঁচটার সময় সুমন দেবনাথকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে সময় তার হা-পা ভাঙ্গা অবস্থায় ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, সুমনকে হাসপাতালে নিয়ে এসেছিল মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, মাহমুদুল হাসান এমিগো বাংলাদেশের লিমিটেড (এবিএল)-এর এডমিন অফিসার। হাসপাতালের রেজিস্টারে থাকা মাহমুদুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া নাই।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।