1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

কালকিনিতে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলচালক নিহত

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ দুপুর ১২টার দিকে কালকিনি উপজেলা সিডিখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম শরীফ (১৯) বরিশাল জেলার মুলাদী উপজেলার মালেরহাট গ্রামের জাহাঙ্গীর শরীফের ছেলে ও আহত জাহিদুল ইসলাম (২০) একই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের মুলাদী থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুরের কালকিনি আসছিলেন রফিকুল ও জাহিদুল। কালকিনি-ভুরঘাটা সড়কের সিডিখান এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছিরউদ্দিন মৃধা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অপরজনের অবস্থা গুরুতর।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব