1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
কাঁচাবাজারে গিয়ে ভেবে হতাশ সাধারণ ক্রেতারা, - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

কাঁচাবাজারে গিয়ে ভেবে হতাশ সাধারণ ক্রেতারা,

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
সংগৃহীত ছবি:- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী
সংগৃহীত ছবি:- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী

শেখহাসিনার সরকারের পতনের পর জনসাধারণের প্রত্যাশা ছিল পণ্যের লাগামছাড়া দাম কমবে| কিন্তু সে আশা ভেঙে চুরমার

অন্তর্বর্তী সরকারের দুই মাস পরও বাজারে সব পণ্যের দাম আকাশ ছোঁয়া টানা তিন সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম |শুধু তাই নয়, কাঁচামরিচের দাম ৪০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে, পেঁয়াজ কিনতে হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে।

মুরগি আর মাছের দাম তো আগে থেকেই বাড়তি। বাজারে গিয়ে কোনটা কিনবে আর কোনটা কিনবে না, ভেবে হতাশ সাধারণ ক্রেতারা।
সরকারের পদ পরিবর্তনের ডাক-ঢোল বাজারদর নিয়ে প্রাণ কষ্টকর নিম্ন-মধ্যবিত্তদের। বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী ঢাকা নয়, উৎপাদন এলাকায়ও চড়া সবজি দর।

শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে তবুও মোকামগুলোতে সরবরাহ কম। তারা বলছেন, বন্যার কারণে সবজির জোগান কমেছে।
শনিবার  (১২ অক্টোবর) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম বাড়লেও গত সপ্তাহের চেয়ে ডিম, পেঁয়াজের দাম কিছুটা নিম্নমুখী।

ডিমের সংগৃহীত ছবি:- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী

ডিমের সংগৃহীত ছবি:- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী

১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে শুধু চারটি সবজি। এগুলো হলো পেঁপে, পটোল, ঢ্যাঁড়স ও মুলা। পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকা দরে। এছাড়া পটোল, ঢ্যাঁড়স ও মুলার কেজি বাজারভেদে ৮৫-৯০ টাকা। বেশিরভাগ সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা দরে। এরমধ্যে আছে গোলবেগুন, বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা, ধুন্দলের মতো সবজি।

এসব সবজির দাম ১০০ টাকার নিচে নামছেই না। সবজির খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে এসব সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা।
কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচের দাম নিয়ে বেড়েছে ক্রেতাদের অস্বস্তি। আজ শনিবার বিক্রি হচ্ছে বাজারভেদে ৩৮০ থেকে ৪০০ টাকা দরে। কখনো কখনো ৪১০ টাকা ছাড়িয়েও যাচ্ছে।

কাঁচা-মরিচ সংগৃহীত ছবি:- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী

কাঁচা-মরিচ সংগৃহীত ছবি:- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী

বাংলাদেশ পাইকারি কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার দৈনিক দেশবানীকে বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি অস্বাভাবিক। উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। ফলে ক্ষেতে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেও সরবরাহ কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। সেজন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব