1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবর
আইনজীবীদের কর্মবিরতি-আন্দোলনে অচল চট্টগ্রাম আদালত আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজদের নিয়ে বার্তা দিলো চেন্নাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান

কলকাতা ৭৫ তম প্রজাতন্ত্র দিবস, কুচকাওয়াজ এর মধ্য দিয়ে,পালিত হলো।।

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
কুচকাওয়াজে প্রথমবার দিল্লি পুলিশের মহিলা বাহিনী অংশগ্রহণ করে। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবানী, কলকাতা
কুচকাওয়াজে প্রথমবার দিল্লি পুলিশের মহিলা বাহিনী অংশগ্রহণ করে। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবানী, কলকাতা

২৬শেজানুয়ারী শুক্রবার, দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে মহিলা জওয়ানদের কুচকাওয়াজে মুখরিত রাজধানী দিল্লি। এদিনের অনুষ্ঠানে একসঙ্গে তিন বাহিনীর নারী শক্তি প্রদর্শিত হয়েছে। এই প্রথমবার কর্তব্যপথে কুচকাওয়াজে ডিআরডিও, নৌসেনা ও বায়ুসেনার তিন বাহিনীর মহিলা কন্টিনজেন্ট কুজকাওয়াজ করে।

চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ‘নারীকেন্দ্রিক’, ‘উন্নত ভারত’ এবং ‘ইন্ডিয়া-মাদার অফ ডেমোক্রেসি’ থিমের উপর আধারিত। এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয় শঙ্খ ধ্বনি দিয়ে। প্রায় ১০০ জন শিল্পী একযোগে শঙ্খ ধ্বনি বাজিয়েছেন অনুষ্ঠানের শুভারম্ভের সময়। এরপর রাজধানীর কর্তব্যপথের কুচকাওয়াজে প্রথমবার দিল্লি পুলিশের মহিলা বাহিনী অংশগ্রহণ করে।

কুচকাওয়াজে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, 
দৈনিক দেশবানী,
কলকাতা

কুচকাওয়াজে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়,
দৈনিক দেশবানী,
কলকাতা

এরপর একে একে সশস্ত্র সীমা বলের মহিলা বাহিনী, সিআরপিএফের মহিলা বাহিনী, আধা সামরিক বাহিনী সিআইএসএফের-ও মহিলা ব্যান্ডের শক্তি প্রদর্শন করেন। এমনকি প্রথমবারের জন্য  বিএসএফের মহিলা কন্টিনজেন্টও শক্তি প্রদর্শিত করে। এতে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে, অন্যান্য সংস্থাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব