চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ‘নারীকেন্দ্রিক’, ‘উন্নত ভারত’ এবং ‘ইন্ডিয়া-মাদার অফ ডেমোক্রেসি’ থিমের উপর আধারিত। এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয় শঙ্খ ধ্বনি দিয়ে। প্রায় ১০০ জন শিল্পী একযোগে শঙ্খ ধ্বনি বাজিয়েছেন অনুষ্ঠানের শুভারম্ভের সময়। এরপর রাজধানীর কর্তব্যপথের কুচকাওয়াজে প্রথমবার দিল্লি পুলিশের মহিলা বাহিনী অংশগ্রহণ করে।
এরপর একে একে সশস্ত্র সীমা বলের মহিলা বাহিনী, সিআরপিএফের মহিলা বাহিনী, আধা সামরিক বাহিনী সিআইএসএফের-ও মহিলা ব্যান্ডের শক্তি প্রদর্শন করেন। এমনকি প্রথমবারের জন্য বিএসএফের মহিলা কন্টিনজেন্টও শক্তি প্রদর্শিত করে। এতে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে, অন্যান্য সংস্থাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।