1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

করোনায় মারা যাচ্ছে মিনিটে ৭ জন, ক্ষুধায় ১১

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ক্ষুধার কারণে বিশ্বে প্রতি মিনিটে ১১ জনের মৃত্যু হচ্ছে বলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে। বিশ্বব্যাপী দুর্ভিক্ষের মতো পরিস্থিতি গত বছরের তুলনায় ছয় গুণ বেড়েছে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে অক্সফাম।

শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারিতে বিশ্বে প্রতি মিনিটে মারা যাচ্ছে সাতজন মানুষ।

সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে অক্সফাম। বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ার ক্ষেত্রে করোনার কারণে সৃষ্ট মহামারি প্রভাব বিস্তার করছে বলে দাবি করছে অক্সফাম।

অক্সফামের মতে, বিশ্বে বর্তমানে ১৫৫ মিলিয়ন মানুষ খাদ্য সংকটের মধ্যদিয়ে দিন পার করছে। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষ দেশের সামারিক সংঘাতের কারণে অনাহারে দিন কাটাচ্ছে।

ইয়েমেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলায় ও সিরিয়ায় মহামারির আগে থেকেই খাদ্যসংকট ছিল বলে জানিয়েছে অক্সফাম। তবে করোনার কারণে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

করোনার কারণে বিভিন্ন দেশে বেকারত্বের সমস্যা বেড়েছে বলে জানিয়েছে অক্সফাম। মহামারির কারণে বিশ্বে খাদ্য উৎপাদনও ব্যাহত হয়েছে। ফলে বেড়েছে খাদ্য সংকট। মহামারির কারণে খাদ্যের দাম ৪০ শতাংশ বেড়েছে, যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব