করোনাকালীন প্রণোদনা হিসেবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ চাই’ দাবি নিয়ে আজ ৬ই মে ঢাকার শাহবাগ চত্বরে জাতীয় জাদুঘরের সামনে ১৫০ জনের উপস্থিতিতে মানববন্ধন করেছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। এর অাগে ফেসবুক গ্রুপে লাইভের মাধ্যমে এই মানববন্ধনের ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক সাজিদ রহমান, তানভির হাসান ও অাব্দুল্লাহ রিগান।
মানববন্ধন কর্মসূচীতে ২৫ থেকে শুরু করে ৩০ বছর বয়সের তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। ১১টার অাগে থেকেই তাদরেকে সমবেত হতে দেখা যায়। শুরুতে অায়োজকদের পক্ষ থেকে ‘৩২ চাই’ লেখা মাস্ক সকলের মধ্যে বিতরণ করা হয় এবং কোভিড স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। এরপর সামাজিক দূরত্ব মেনে সবাই বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন, পোস্টার নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যান।
বেলা ১১.৩০ থেকে শুরু করে ১ ঘন্টা এই মানববন্ধন ছিলো যেখানে ব্যক্তারা চাকরির বয়সসীমা ৩২ করার দাবিতে যুক্তি ও তথ্য-উপাত্ত তুলে ধরেন। চাকরীপ্রত্যাশী যুব প্রজন্মের পক্ষ থেকে প্রেস রিলিজ পাঠ করেন আনোয়ার সাকিন ও অক্ষয় রায়। মানববন্ধনে শুরুতে ৩২ এর দাবিতে গণস্বাক্ষর নেওয়া হয়৷ পোস্টার, প্লাকার্ড ও ফেস্টুনগুলোতে ৩০ বছরে গড় অায়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি না পাওয়া, করোনাকালে চাকরির বয়স দেড় বছর হারিয়ে ফেলা, ২০১৮ সালে বাংলাদেশ অাওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত যৌক্তিকতার নিরিখে বয়স বৃদ্ধির প্রতিশ্রুতি,অবসরের বয়স বৃদ্ধি ইতাদি যৌক্তিক বিষয়াবলী তুলে ধরা হয়েছে।
এখানে উল্লেখ্য যে করোনার জন্য বয়স ক্ষতিগ্রস্ততা ও নিয়োগ পরীক্ষার অচলাবস্থা তুলে ধরে মার্চ মাস থেকে চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে ৩২ এ উন্নীতকরণের অংশ হিসেবে এই কর্মসূচী পরিচালনা করে অাসছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম যার অংশ হিসেবে ইতোমধ্যেই তারা প্রেস কনফারেন্স করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি ও বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে।