বিশ্বজুড়ে কয়েকদিন আগে হৈচৈ ফেলে দেয় ওপেনএআইয়ের চ্যাট বট চ্যাটজিপিটি। তবে পুরো বিশ্বে সাড়া জাগানো মার্কিন প্রযুক্তিবিদ স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠান ওপেনএআই আর্থিক সংকটে পড়তে পারে। ভারতীয় বিশ্লেষণধর্মী ম্যাগাজিন অ্যানালাইটিকস ইন্ডিয়া ম্যাগাজিন এক প্রতিবেদনে বলেছে, ২০২৪ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (১৩ আগস্ট) এমন তথ্য জানিয়েছে।
অ্যানালাইটিক ইন্ডিয়া ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইকে শুধুমাত্র চ্যাটজিপিটি সেবাটি চালু রাখতে— প্রতিদিন ৭ লাখ ডলার (প্রায় ৮ কোটি টাকা) খরচ করতে হচ্ছে। বর্তমানে আল্টমানের প্রতিষ্ঠানটি নগদ অর্থ ঢেলে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের জিপিটি-৩.৫ এবং জিপিটি-৪ কে মনিটাইজ করার চেষ্টা করেছে। কিন্তু তা সত্ত্বেও পর্যাপ্ত লাভের ব্যবস্থা করতে পারেনি।