1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

কবিতা – “সত্যের জয়গান।” তানজিলা তানজু।।

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
কবি:- তানজিলা তানজু , দৈনিক দেশবানীর, নিয়মিত লিখিকা
কবি:- তানজিলা তানজু , দৈনিক দেশবানীর, নিয়মিত লিখিকা

কবি –

তানজিলা তানজু

সত্যের জয়গান 

ওহে নবীন আগোয়ান ,

করো সত্যের সন্ধান।

দিওনা মিথ্যের কাছে আত্মবলিদান।

আমি তো চাই নির্দ্বিধায়

বলিতে সদা সত্য,

মৃত্যু চাই, চাইনা তবু মিথ্যের দাসত্ব।

জীবনে চলার পথে,

 প্রতি পরতে পরতে চাই সত্যের ছোঁয়া,

সকাল বিকাল সাজে,

প্রার্থনায় বিধাতার কাছে

 করি এই দোয়া।

আসুক বিপদ,ব্যথা

 দুঃখ বেদনা শত শত,

চাওয়া শুধু একটাই,

কোনোভাবেই যেন না হই

সত্য থেকে বিচ্যুত।

কতো লোকে বলে মুখে

মিথ্যা অহঃরহ,

তাদের তো জানা নাই

মিথ্যের পরিণাম কতোটাই ভয়াবহ।

আমাদের মহামানব স্বরণীয় যিনি

সরল সহজ সত্যের গুণে

হয়েছে সর্বগুণী,

আমরা তো তার অনুসারী

নব্য পথের দিশারী,

উক্ত গুণ করে আপন

দিবো জীবন পাড়ি।

সত্যের জয় চিরদিনই হয়,

মিথ্যা আনে ধ্বংস,

সাময়িক জয় যদিও মিথ্যার হয়

তা চিরস্থায়ী ক্ষতির অংশ।

সত্য সুন্দর, সত্য সাবলীল,

সত্য অক্ষয়, সত্য চির অম্লান

পৃথিবীর গতি থেমে যায় ও যদি

থামবেনা সত্য, সত্য চলমান।

সত্যের ধারা রুখে দিবে কারা

হারাবে তাদের অস্তিত্ব,

সত্যের কাছে বিবাদ নাহি আছে

কে নিম্ন, মধ্য কে উচ্চবিত্ত।

পথে মাঠে – ঘাটে রাষ্ট্রে – সমাজে

 চলুক সত্যের স্লোগান,

সত্য আকড়ে বাঁচতে চাই

তাই সদা গেয়ে যাই সত্যের জয়গান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব