1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর, গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত - Dainik Deshbani
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর, গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত

Maharaj Hossain
  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ভিসা পেলে স্পন্সর বা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই যে কোনো ব্যক্তি ১০ বছর পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাতের সরকারি কর্মকর্তারা জানান, সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মিডিয়া খাতে যুক্তদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন। এজন্য এ খাতে সংশ্লিষ্টদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে বিভিন্ন দেশের ১০ হাজার কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এ ভিসা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আমিরাতে যেতে ইচ্ছুক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য মান নির্দিষ্ট করে দিয়েছে দেশটির সরকার। এতে বলা হয়েছে, কনটেন্টে সৃজনশীলতা রয়েছে বা সমাজকে প্রভাবিত করতে পারে অথবা কনটেন্ট তৈরির জন্য পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন এমন লোকদের এ ভিসা দেওয়া হবে। এছাড়া যেসব কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে আমিরাতের নেটিজেনরা লাভবান হতে পারে তারাও এর অন্তর্ভুক্ত হবেন।

কর্মকর্তারা জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার গোল্ডেন ভিসা পেতে চাইলে তাদের ক্রিয়েটরস এইচকিউ নামের ওয়েবসাইটে গিয়ে ফরম ফিলাপ করতে হবে। এছাড়া সেখানে নিজের ই-মেইল অ্যাড্রেসও যুক্ত করতে হবে।

ফরম ফিলাপের পর তাদের আবেদনপত্রটি ক্রিয়েটরস এইচকিউ টিম যাচাই-বাছাই করবে। এরপর ভিসার জন্য বাছাইকৃত ব্যক্তিদের ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। এরপর থেকে পরবর্তী ধাপের কাজ শুরু হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব