1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
কঙ্গনার ‘ইমার্জেন্সি’-এর প্রভাব আস্তে আস্তে বাড়ছে - Dainik Deshbani
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

কঙ্গনার ‘ইমার্জেন্সি’-এর প্রভাব আস্তে আস্তে বাড়ছে

Maharaj Hossain
  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুক্রবার (১৭) জানুয়ারি মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। এতে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। তবে প্রথম দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে ধীরগতিতে এগোচ্ছে। মুক্তির তিন দিনে এর আয় দাঁড়িয়েছে ১০.৪৫ কোটি রুপি। খবর : স্যাকনিল্ক

বাণিজ্য এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে ইমার্জেন্সি আড়াই কোটি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় সাড়ে তিন কোটি রুপিতে। এরপর তৃতীয় দিনে আয় করেছে ৪.৩৫ কোটি রুপি, যা দ্বিতীয় দিনের আয়ের থেকে সামান্য বেশি। ভারতীয় এই গণমাধ্যমের তথ্য অনুযায়ী হিন্দি ভাষায় সিনেমাটির আয় বেশি হয়েছে।

সিনেমাটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন এবং ১৯৭৫ সালের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের ওপর নির্মিত হয়েছে। কঙ্গনা এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।

কঙ্গনা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, ভিসাক নায়ার, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমনের মতো তারকা। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণের দায়িত্বেও ছিলেন কঙ্গনা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব