নির্বাচন নিয়ে সমালোচনা করা বন্ধ করেননি ট্রাম্প। নির্বাচনে পরাজয়ের পর থেকে নানা মন্তব্য করছেন তিনি। এবার বললেন, যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে এর চেয়ে ভালো নির্বাচন হয়। এ সময় তিনি বাইডেনের প্রতি ইঙ্গিত করে ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দেন। শনিবার রাতে এক টুইটবার্তায় ওই মন্তব্য করেন তিনি।
টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এক তরুণ সেনাসদস্য আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে অনেক ভালো নির্বাচন হয়। আমাদের (নির্বাচনে) মিলিয়ন মিলিয়ন ই-মেইল ব্যালটে দুর্নীতি হয়েছে, এমন নির্বাচন তৃতীয় বিশ্বে হয়। ভুয়া প্রেসিডেন্ট!’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটদলীয় জো বাইডেন বিশাল ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন।কিন্তু এখনও পরাজয় মানেননি ট্রাম্প।