1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

এবার “সিল মারা নির্বাচন হবে না”, ৫০% ভোট দিতে হবে: কামরুল ইসলাম,,

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
কেরানীগঞ্জের আতাশুর এলাকায় কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভা। সংগ্রহীত ছবিঃ- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী
কেরানীগঞ্জের আতাশুর এলাকায় কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভা। সংগ্রহীত ছবিঃ- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন এবার কোন সিল মারা নির্বাচন হবে না। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। সরকার নির্বাচন কমিশনকে কোনভাবেই প্রভাবিত করবে না। যথাসময়েই নির্বাচন হবে। নির্বাচনে কে আসলো আর কে আসলো না তা দেখার সময় নেই।

কামরুল ইসলাম আরও বলেন, আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আগামী ৭ জানুয়ারি অবাদ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় কেরানীগঞ্জের আতাশুর এলাকায় কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি’র ধোঁকাবাজি মানুষ আর এখন বিশ্বাস করে না। তারা নির্বাচন কমিশনকে মানে না। তারা দেশকে ধ্বংস করতে চায়। বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে তারা নির্বাচন বন্ধ করতে চায়। দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা বিএনপিকে ছাড়া নির্বাচন করতে চাইনি।

আমরা তাদের সাথে লড়াই করতে চেয়েছিলাম। আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু বিএনপি নির্বাচনে না এসে এখন তারা ভুল করেছে।

কামরুল ইসলাম আরও বলেন, এবার নির্বাচনে ফিফটি পার্সেন্ট ভোট দিতে হবে। ভোটে কোন প্রকার কারচুপি হবে না।

কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মস্তানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী এহসান উদ্দিন আহাম্মেদ, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন ময়না, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অনিক হোসেন পিন্টু ও প্রচার প্রকাশনা সম্পাদক জুবায়ের হোসেন মাসুম প্রমূখ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব