মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের সদর দফতরে হামলা চালাতে পারে তার উগ্র সমর্থকেরা। এ আশঙ্কায় ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে সান ফ্রান্সিসকো পুলিশ।
সিবিএস নিউজ জানিয়েছে, বিক্ষোভের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ট্রাম্প সমর্থকদের টুইটার সদর দফতরের কাছে জড়ো হতে আহ্বান জানানো হচ্ছে।
অবশ্য করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ থেকেই একপ্রকারে খালি টুইটার কার্যালয়। সংক্রমণ এড়াতে প্রতিষ্ঠানটি তার কর্মীদের বাসায় থেকে কাজ করার অনুমতি দিয়েছে।
রোববার রাতে সান ফ্রান্সিসকো ক্রনিকেলের কাছে পাঠানো এক বিবৃতিতে টুইটারের মুখপাত্র বলেছেন, তাদের প্রতিষ্ঠান মানুষের মতপ্রকাশের অধিকারকে সম্মান করে। তারা গত সপ্তাহের সিদ্ধান্তের (ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ) বিষয়গুলোতে পুরোপুরি স্বচ্ছ ছিলেন।
তিনি বলেন, আমাদের নতুন করে বলার কিছু নেই। শুধু এটি নিশ্চিত করছি যে, টুইটারকর্মীদের বাসায় থেকে বাধ্যতামূলক কাজ চালিয়ে যেতে হবে।
সান ফ্রান্সিসকো পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, টুইটার সদর দফতর ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে তাদের পর্যাপ্ত পরিকল্পনা রয়েছে। প্রয়োজন হলে পার্শ্ববর্তী আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাহায্য নেয়া হবে।
গত শুক্রবার ‘সহিংসতায় উসকানি দেয়ার আশঙ্কায়’ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। সেসময় বিবৃতিতে টুইটার জানিয়েছিল, তাদের প্রাতিষ্ঠানিক নীতি ভঙ্গের কারণেই ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
অবশ্য শুধু টুইটারই নয়, ক্যাপিটল ভবনে হামলায় সমর্থকদের উসকানি দেয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করেছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউবের মতো মাধ্যমগুলোও।