1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
এখনো কমেনি চালের দাম: ভোক্ত অধিকার - Dainik Deshbani
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবর

এখনো কমেনি চালের দাম: ভোক্ত অধিকার

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তর বাড্ডা এলাকার চালের পাইকারি আড়ধে খাদ্য মন্ত্রণালয়ের অভিযানে দেখা যায় এ চিত্র। সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবাণী
শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তর বাড্ডা এলাকার চালের পাইকারি আড়ধে খাদ্য মন্ত্রণালয়ের অভিযানে দেখা যায় এ চিত্র। সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবাণী

সম্প্রতিচালের মিলার পর্যায়ে বস্তাপ্রতি দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকার মতো। এরপর খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মিলার পর্যায়ে অনেক আলোচনার পর বর্তমানে কমানো হয়েছে ৫০ থেকে ১০০ টাকা। তবে ভোক্তা পর্যায়ে এখনো বেশি দামেই কিনছে মানুষ।

পাইকারি দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরোনো দামে চাল কেনা থাকায় নতুন করে দাম কমলেও সেই দামে কেনা চাল তাদের হাতে এখনো আসেনি। এতে বাড়তি দামেই চাল বিক্রি করছেন তারা।

 রাজধানীর উত্তর বাড্ডা এলাকার চালের পাইকারি আড়ধে খাদ্য মন্ত্রণালয়ের অভিযানে।সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবাণী

রাজধানীর উত্তর বাড্ডা এলাকার চালের পাইকারি আড়ধে খাদ্য মন্ত্রণালয়ের অভিযানে।
সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবাণী

দোকানিদের অভিযোগ, এভাবে মূল্যবৃদ্ধির ফলে তাদের নিজেদের ব্যবসায় ও হুমকির মুখে। এতে তাদের কেনাবেচাও কমেছে।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডঃ জয়নাল আবেদিন বলেন, দোকানগুলোতে আমরা দেখেছি নতুন দামে এখনো চাল আসেনি। দু-তিনদিনের মধ্যে কমানো দামে চাল পাওয়া যাবে বলে আশা করছি। দোকানদাররা তাদের ক্রয়ের দাম দেখিয়েছেন। সে দাম অনুসারে তারা ৩০-৪০ টাকা লাভ করছেন। তবে আগামী দু-একদিনের মধ্যে দাম আরও কমানো না হলে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব