ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ইরানের হামলায় কেউ হতাহত হয়নি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ধারণা করা হচ্ছে আপাতত ইরানের পক্ষ থেকে নতুন করে হামলার আশঙ্কা নেই।
দেশবাসীর উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয় ছেড়ে যেতে পারেন। তবে আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
এদিকে ইসরায়েলের জরুরি সেবা বিভাগের তথ্য অনুসারে, মঙ্গলবার তেল আবিবে বন্দুক হামলায় আটজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।
দুইজন হামলাকারীকে সন্ত্রাসী উল্লেখ করে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছিলেন, তারা ঘটনাস্থলে অন্তত সাতজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন।