বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
প্রকাশিত ফলাফলে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে’ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছেন ১০ হাজার শিক্ষার্থী। পাশের হার ১০ দশমিক ০৭ শতাংশ।
‘বিজ্ঞান ইউনিটে’ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন, উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭২৩, পাশের হার ৮ দশমিক ৮৯ শতাংশ।
‘ব্যবসায় শিক্ষা ইউনিটে’ ৩৪ হাজার ৩৬৭ জন অংশ নেন। এরমধ্যে ৪ হাজার ৫৮২ জন পাশ করেছেন, পাশের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।
চারুকলা ইউনিটে ৪ হাজার ৫১০ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ৫৩০ জন পাশ করেছেন, এতে পাশের হার ১১ দশমিক ৭৫ শতাংশ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
শিক্ষার্থীরা তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
তাছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য DU ALS <roll no>, বিজ্ঞান ইউনিটের জন্য DU SCI <roll no>, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য DU BUS <roll no>, চারুকলা ইউনিটের জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।