1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০

একটি ছাড়া সব বিভাগে চালু হলো মুঠোফোনে ইন্টারনেট সেবা

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ঢাকা, বরিশাল ও খুলনার পর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরে চালু হয়েছে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা থ্রি-জি ও ফোর-জি। তবে চট্টগ্রামের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যা সাতটার পর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরে মুঠোফোনে ইন্টারনেট চালুর কথা বলা হয়। অপারেটরগুলো নির্দেশনা পাওয়ার পর মুঠোফোনে এই সেবা চালুর কাজ শুরু করেছে। এর আগে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বিকেল চারটার দিকে ঢাকা বিভাগে মুঠোফোনে ইন্টারনেট সেবা চালু হয়। এরপর সচল হয় বরিশাল ও খুলনা বিভাগের মুঠোফোনে ইন্টারনেট সেবা।

আজ ভোর পাঁচটা থেকে সারা দেশে মুঠোফোনে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ হয়ে যায়। এর কারণ জানতে চাইলে সকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, দেশে গত আগস্ট শেষে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী দাঁড়িয়েছে ১১ কোটি ৫৪ লাখ।

কুমিল্লায় গত বুধবার প্রথমে মুঠোফোনে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরদিন বৃহস্পতিবার পাঁচটি জেলায় মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এই জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। এরপর আজ সকাল থেকে সারা দেশেই মুঠোফোনে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল না। তবে গ্রাহকেরা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন।

আজ সকালে গ্রামীণফোনের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেছিলেন, ‘অনিবার্য কারণবশত আমাদের ফোর-জি ও থ্রি-জি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব