1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

উপস্থাপনা ছেড়ে দেওয়া একান্তই ব্যক্তিগত

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

চিত্রনায়িকা হিসাবেই বেশি পরিচিত তমা মির্জা। তবে নাটকেও মাঝে মধ্যে অভিনয় করেন। সম্প্রতি ওয়েব কনটেন্টেও দেখা যাচ্ছে তাকে। অভিনয়ের বাইরেও রয়েছে তার ব্যস্ততা। অভিনয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* সম্প্রতি ওটিটি প্ল্যাটফরমে আপনার অভিনীত একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। এটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

** ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামের এ সিনেমাটি প্রকাশ হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। এ সাফল্যের জন্য পরিচালককে ধন্যবাদ দিতে চাই। সহশিল্পীরাও কাজটি করতে বেশ সহযোগিতা করেছেন স্মরণ করছি। এ ধরনের কাজ করতে ভালোই লাগে।

* আপনার অভিনীত আরেকটি ওয়েব ফিল্ম প্রকাশের অপেক্ষায় আছে। এতে কী ধরনের চরিত্রে অভিনয় করেছেন?

** মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় নির্মিত এ সিনেমার নাম ‘আনন্দী’। আরটিভির প্রযোজনায় এটি নির্মিত হয়েছে। এতে আমি গ্রামের সহজ সরল একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমার সহশিল্পী হিসাবে অভিনয় করেছেন জিয়াউল রোশান। সিনেমাটির সব কাজ শেষ। শিগ্গির এটি মুক্তি পাবে বলে জেনেছি।

* হাতে থাকা অন্য সিনেমার খবর কী?

** শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছি। এটির শুটিং শেষ। এখন শুধু ডাবিং বাকি আছে। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনি’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের দুটি সিনেমার কাজও আমার হাতে আছে। এগুলোর কাজ কবে নাগাদ শেষ হবে তার কোনো তথ্য আমার কাছে নেই। করোনার কারণেই এগুলোর কাজ বন্ধ আছে বলে জেনেছি।

* নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন। সেটি কবে বাস্তবায়ন করবেন?

** এখনো শুটিং করতে পারিনি। এর জন্য তৌকীর আহমেদের সঙ্গে চুক্তি করেছি। তবে তিনি কিছুদিন ধরে আমেরিকায় থাকার কারণে সেটি এগোয়নি। আগামী মাসে তার দেশে ফেরার কথা রয়েছে। তারপরই হয়তো নাটকটির নির্মাণ কাজ শুরু করতে পারব।

* টিভিতে অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন। এটি হঠাৎ বন্ধ করলেন কেন?

** বেশ কয়েক বছরই তো উপস্থাপনায় ছিলাম। এ কাজটি ছেড়ে দেওয়ার বিষয়টি একান্তই ব্যক্তিগত। ভাবছি কিছুদিন বিরতি দিয়ে নতুন কোনো পরিকল্পনা নিয়ে উপস্থাপনায় ফিরব।

* করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ঠিক এ অবস্থায় সামনের সময়ের পরিকল্পনা কী?

** চলতি মাসেই ব্যক্তিগত কাজে আমেরিকায় যাচ্ছি। মাসখানেক সেখানে অবস্থান করব। তারপর দেশে ফিরে নতুন-পুরোনো সব কাজে যুক্ত হব। তবে কাজ কম করলেও ভবিষ্যতে মানসম্মত কাজ নিয়েই দর্শকের সামনে আসতে চাই।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব