1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ঈশ্বরদীতে মালবাহী দুইটি ট্রেনের সংঘর্ষ, ''সাত ঘণ্টা বন্ধ'' ঢাকা ও খুলনা রুটের চলাচল,, - Dainik Deshbani
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(NSI-র ) সাবেক ডিজি টিএম জোবায়েরের সীমাহীন দুর্নীতি: নিশ্চুপ দুদক। পাসপোর্ট বাতিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলা সন্দেহজনক রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস আ.লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের গ্রেফতার নিয়ে তদবির: প্রশাসনে চাপ ও বিভ্রান্তি, আইনের শাসন প্রশ্নবিদ্ধ

ঈশ্বরদীতে মালবাহী দুইটি ট্রেনের সংঘর্ষ, ”সাত ঘণ্টা বন্ধ” ঢাকা ও খুলনা রুটের চলাচল,,

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ২৭ মার্চ, ২০২৪
সংঘর্ষ হয়ছবি: সংগৃহীত দৈনিক দেশবানী
সংঘর্ষ হয়ছবি: সংগৃহীত দৈনিক দেশবানী

পাবনার  ঈশ্বরদী জংশন স্টেশনের রেলগেট লেভেল ক্রসিং গেটে গতকাল মঙ্গলবার রাতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজধানী ঢাকা–খুলনা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সাত ঘণ্টা পর আজ বুধবার সকাল সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে ঘটনায় রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন অর রশীদ জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঈশ্বরদী রেল ইয়ার্ড থেকে মালবাহী একটি ট্রেন সান্টিং (যাত্রার জন্য পরীক্ষামূলক প্রস্তুতি) করছিল। এর মধ্যে রেলইয়ার্ড থেকে তেলবাহী ট্রেন (ফাঁকা) আরেকটি ট্রেন রাস্তা পশান অর্ডার (লাইন ক্লিয়ার পেয়েছে মনে করে) খুলনার দিকে যাত্রা করে। এতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মালবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা ও তেলবাহী ট্রেনের ইঞ্জিনের ছয় চাকা লাইনচ্যুত হয়।

ঈশ্বরদী জংশন স্টেশনের রেলগেট লেভেল ক্রসিং গেটে গতকাল মঙ্গলবার রাতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ছবি: সংগৃহীত দৈনিক দেশবানী

ঈশ্বরদী জংশন স্টেশনের রেলগেট লেভেল ক্রসিং গেটে গতকাল মঙ্গলবার রাতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ছবি: সংগৃহীত দৈনিক দেশবানী

ট্রেন চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে ঈশ্বরদী রুটের সব ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী জংশন স্টেশনের লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে উদ্ধারকাজ শেষ হয়। পরে ট্রেন চলাচল শুরু করে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ দৈনিক দেশবানীকে জানান, ঘটনায় অসতর্কতার জন্য প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের থেকে লিখিত জবাব চাওয়া হবে। একই সঙ্গে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব