ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ছুটিতে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে পাঁচতলা ভবন থেকে পড়ে মো. সাইফুল ইসলাম বিপুল (৩২) নামে এক ব্যক্তি মারা গেছে।সোমবার (১৭ মে) রাত সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার শিমরাইলকান্দির পাওয়ার হাউজ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপুলেরর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি সেখাসে একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী হাবিবা আক্তার শায়েলা জানান, গত ২০২০ সালে ডিসেম্বর মাসে তাদের বিয়ে হয়। ঈদ উপলক্ষে গত ২৮ রমজানের দিন ব্রাহ্মণবাড়িয়া আসেন। প্রচন্ড গরম থাকার কারণে রাতে বাতাসের জন্য পরিবারের সবাই তাদের ভাড়াটিয়া বাসার পাঁচতলা ছাদে যায়। এ সময় বিপুল ছাদের রেলিং এ দুপাশে পা রেখে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। অসাবধানতাবশত বিপুল ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আবদু্ল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার মাথার পিছনে প্রচণ্ড আঘাত লাগার কারণে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালের নিয়ম অনুযায়ী নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্হা গ্রহন করা হবে।