1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ইসরায়েলে আরও ভয়ংকর হামলার পরিকল্পনা ইরানের? - Dainik Deshbani
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের গ্রেফতার নিয়ে তদবির: প্রশাসনে চাপ ও বিভ্রান্তি, আইনের শাসন প্রশ্নবিদ্ধ শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই

ইসরায়েলে আরও ভয়ংকর হামলার পরিকল্পনা ইরানের?

Maharaj Hossain
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫

এক সময় মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের মধ্যে অন্যতম পরাশক্তি ছিল ইরান। এখন আগের সেই ধার-ভার নেই ঠিকই, কিন্তু এখনো আঞ্চলিক এবং বৈশ্বিক পরিমণ্ডলে ইরানের প্রভাব নিতান্তই কম নয়। মার্কিন এবং ইসরায়েলি আধিপত্তবাদের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে এই মুসলিম দেশটি। এমনকি ইসরায়েল যখন গাজার নিরীহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে তখন একমাত্র ইরানই শক্তভাবে মজলুমদের পাশে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেই তেহরানকে দমাতে উঠে পড়ে লেগেছেন। ইরানের পরমানু কর্মসূচি সীমিত করতে চাপ প্রয়োগ করছেন তিনি। এমনকি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও দিয়েছেন। ইসরায়েলকে সঙ্গে নিয়ে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন তিনি।

ট্রাম্প হুমকি দিয়েছেন, ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর কোনো হামলা হলে পরিণতি ভোগ করতে হবে ইরানকে। এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে ইরানকে হুমকি দেওয়ার সাহস পাননি। কিন্তু ট্রাম্প এখন বিপজ্জনক এই খেলায় মেতে উঠেছেন। সিরিয়া, লেবানন ও গাজায় ইরানের অবস্থান দুর্বল হয়ে পড়ায় সেই সুযোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ছেড়ে কথা বলছে না ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি। কিন্তু কেউ সংঘাত শুরু করলে তাদের শক্ত জবাব দেওয়া হবে।

ইরানকে ধৈর্যের যে পরীক্ষায় ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা শিগগিরই ভেঙে যাবে বলে মনে হচ্ছে। ইতোমধ্যে রুখে দাঁড়িয়েছে লেবানন। গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি হামলার পর, পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে দেশটি। ইসরায়েলের সামনে নতি স্বীকার না করে আবারও অস্ত্রকেই বেঁছে নিয়েছে প্রতিরোধ যোদ্ধারা।

গাজায় দ্বিতীয় দফায় গণহত্যা চালাতে ইসরায়েলকে মার্কিন শক্তি ও সমর্থন ধার দিয়েছেন ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্য আরও তেতে উঠেছে। বিশ্বস্ত বন্ধুদের হারিয়ে ইরান এখন আহত বাঘের মতো। একবার নিজেকে সেই শৃঙ্খল থেকে ছাড়িয়ে নিলেই অপ্রতিরোধ্য হয়ে উঠবে দেশটি। আর এর জন্য ইরানের দরকার পরমাণু অস্ত্রের স্ট্যাটাস। ইরান যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে এই আশঙ্কায় ভীত ট্রাম্প-নেতানিয়াহু। ইরানকে তাই যে কোনো মূল্যে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখতে চাইছে তারা।

তবে ইরানের এই কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে মিত্র রাশিয়া ও চীন। ইরানকে রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এসইউ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ ও দুই মাসব্যাপী সামরিক মহড়ায় ইরানকে সঙ্গ দিয়েছে দেশ দুটি। এমনকি ইরানের বৃহৎ নৌমহড়ায়ও অংশগ্রহণ করেছে মস্কো ও বেইজিং। ফলে শুধু স্থল বা আকাশপথই নয় জলপথেও ইসরায়েলকে প্রতিরোধ করতে প্রস্তুত ইরান।

গত বছরের ১ অক্টোবর প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা চালায় ইরান। তেলআবিবসহ ইসরায়েলের অন্যান্য শহরে দুই ধাপে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামিক রিপাবলিক দেশটি। ইরানের মতে ওই হামলা ছিল নমুনামাত্র। বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে, ট্রাম্পের সমর্থনে নেতানিয়াহু যখন ইরানে হামলার পাঁয়তারা করছে তখন ইসরায়েলে আরও বড় ও ভয়ংকর হামলার পরিকল্পনা করছে ইরান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব