1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ইবিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম - Dainik Deshbani
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

ইবিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

Maharaj Hossain
  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
ছবি সংগৃহীত

ইবি প্রতিনিধি, ওবাইদুল্লাহ আল মাহবুব: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি সাংবাদিক সমিতি (ইবিসাস) আয়োজিত সেমিনার অংশগ্রহণ করবেন তিনি। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

জানা যায়, আগামী শনিবার ইবি সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীষর্ক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১০টায় সেমিনারটি শুরু হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ ও ইবিসাসের সাবেক সভাপতি ড. হোসাইন আল মামুন।

এ ছাড়া সেমিনারে বিশেষ আলোচক হিসেবে থাকবেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি, বাসসের বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কর্মরত এস এম রাশিদুল ইসলাম। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করবেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান।

ইবিসাসের সাধারণ সম্পাদক তাজমুল হক বলেন, সেমিনারটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে জুলাইয়ের চেতনা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আমাদের সবার ভূমিকা রাখা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যমে ভূমিকা এখানে অগ্রগণ্য। এ সেমিনারে মাধ্যমে ছাত্র-সমাজ একটি সঠিক দিকনির্দেশনা পাবে বলে আমি মনে করি।

 

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব