1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ইবিতে মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল - Dainik Deshbani
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

ইবিতে মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

Maharaj Hossain
  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
ইবি প্রতিনিধি: গুপ্ত হত্যা ও লাল সন্ত্রাসের আহ্বান জানানো মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ ও মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হন তারা।
এসময় ‘লাল সন্ত্রাসের গদিতে, আগুন জালো এক সাথে, ‘লাল সন্ত্রাসের ঠিকানা, বাংলাদেশে হবে না, ”লাল সন্ত্রাসী বসুকে, গ্রেপ্তার করো, করতে হবে, ‘হৈ হৈ রৈরৈ মেঘমল্লার গেলি কই’; ‘জঙ্গি বসুর ঠিকানা এ ক্যাম্পাসে বাংলাদেশে হবে না’ উদ্যানের গাঁজাখোর, উদ্যানে ফিরে যা’; ‘লাল সন্ত্রাসের চামড়া, তুলে নেবো আমরা’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট একশান’; ‘লাল সন্ত্রাসের শাহবাগীদের গাজাখোরদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান’; বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের রাশেদুল ইসলাম রাফি নামক একজন সাধারণ শিক্ষার্থী বলেন, আমরা ভেবেছিলাম দেশ থেকে আওয়ামী লীগ বিদায়ের মাধ্যমে সন্ত্রাসীদের বিদায় করেছি, কিন্তু না তারা প্রথমে রিকশা লীগ সেজেছে, আনসার লীগ সেজেছে সর্বশেষ তারা রেড টেরোরিস্ট সেজেছে। এই রেড টেরোরা রাশিয়াতে আমাদের ভাইদের কে মেরেছে, চীনে মেরেছে, যখন আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তারা হাজার হাজার ভাইদের কে রেড টেরোরের মাধ্যমে হত্যা করেছে।
বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাসানুল বান্না ওলি নামক আরেক সাধারণ শিক্ষার্থী বলেন, মেঘমল্লার বসু, আপনি কী গোপন এজেন্ডার মাধ্যমে আবার দেশে অস্থির করে তুলতে চাচ্ছেন? এদেশের ১৮ কোটি মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় সজাগ আছে। এদেশে কোনো ক্ষুদ্রনৃগোষ্ঠী নাই, হিন্দু আমার, মুসলিম আমার, আদিবাসীরা আমার, ১৮ কোটি মানুষ আমার। দেশে আমাদের শান্তিতে থাকতে দিন। এদেশে ১৮ কোটি সংগ্রামীদের সামনে আপনরা টিকে থাকতে পারবেন না। দেশে মানুষ সর্বদা সন্ত্রাস, জঙ্গিবাদ রুখে দিতে প্রস্তুত।
উল্লেখ্য, ‘লাল সন্ত্রাসই একমাত্র পথ বা উপায়’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু। তিনি মনে করেন, জনগণের সুরক্ষায় প্রতিরোধমূলক সহিংসতা সংঘটিত করতে হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে এক ইংরেজি বার্তায় তিনি এ ঘোষণা দেন।
শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব