1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ইউটিউবে রান্নার ভিডিও দিয়ে গ্রেপ্তার হলো কুখ্যাত মাফিয়া - Dainik Deshbani
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) আ.লীগের নেতারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করেনা, এদের আসল দেশ হলো ভারত- রাশেদ খান পাওয়া গেল থানা থেকে লুট হওয়া অস্ত্র ছিনতাইকারী চক্র ধরতে গিয়ে কোন ডিমে পুষ্টি বেশি? কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার আফ্রিকায় টেস্ট বাদ দিয়ে আফ্রিদি বিপিএলে কেন নতুন বছরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আগামী ৩ দিন কেমন থাকবে তাপমাত্রা জানালো আবহাওয়া অফিস আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত, কিছু যাত্রী জীবিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

ইউটিউবে রান্নার ভিডিও দিয়ে গ্রেপ্তার হলো কুখ্যাত মাফিয়া

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৩১ মার্চ, ২০২১

ইউটিউবে রান্নার একটি ভিডিও দেখে পলাতক একজন মাফিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ভিডিওতে তিনি নিজের চেহারা লুকিয়ে রাখলেও ট্যাটু দেখে শনাক্ত করা হয় তাকে। ৫৩ বছর বয়সী মার্ক ফেরেন ক্লড বিয়ার্ট ডমিনিকান রিপাবলিকের বোকা চিকায় নিভৃত জীবনযাপন করছিলেন।

কিন্তু ওই ভিডিওতে শনাক্ত হওয়ার তার আসল গোমর ফাঁস হয়ে যায়। এরপরই গ্রেপ্তার করা হয় বিয়ার্টকে। ডমিনিকান রিপাবলিকের ইতালি প্রবাসী কমিউনিটির লোকজন বিয়ার্টকে ‘বিদেশি’ ভেবেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নিজের ইতালিয়ান খাবার রান্নার দক্ষতা দেখাতে গিয়ে একটি ভিডিও করা হয়। পরে একটি ইউটিউব চ্যানেল সেটা এই প্লাটফর্মে পোস্ট করে। পুরো ভিডিওতে বিয়ার্টের চেহারা দেখা না গেলেও তার শরীরে থাকা ট্যাটুর কারণে ধরা পড়ে যান তিনি।

২০১৪ সাল থেকে পলাতক ছিলেন বিয়ার্ট। এনড্রানঘেটা মাফিয়া চক্রের কাসিয়োলা ক্লানের হয়ে নেদারল্যান্ডসে কোকেইন পাচারের ঘটনায় বিয়ার্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইতালির সরকারি কৌঁসুলিরা।

এদিকে এনড্রানঘেটা মাফিয়া চক্রের আরেক সদস্য ফ্রান্সেকো পেল্লেকে পর্তুগাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ১৪ বছর ধরে পলাতক ছিলেন। তাকে ইতালির সবচেয়ে বিপজ্জনক পলাতক আসামিদের একজন বলে মনে করা হয়। লিসবনের একটি ক্লিনিকে করোনার চিকিৎসা নেয়ার সময় গ্রেপ্তার হন তিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব